তায়েব মৃধা
বই নিয়ে অনেক কথা হয়, হচ্ছে। বর্তমান সময়ে বই নিয়ে সবচেয়ে বড়ো যে আশংকা দেখা দিয়েছে, সেটা হচ্ছে দিনদিন পাঠক কমে যাচ্ছে। পাঠক কমে যাওয়ার পেছনে বিভিন্নজন তুলে ধরছে বিভিন্ন ধরনের যুক্তি। পাঠককে বইমুখী করতে যুগ যুগ ধরে ব্যাপক হারে যে উদ্যোগগুলো চলে আসছে তার মধ্যে অন্যতম পাঠাগার এবং বইমেলা।
পাঠাগারগুলোও আগের মতো পাঠক টানতে পারছে না এবং বই মেলাতেও বিক্রি কমেছে বহুলাংশে। এই দুটি উদ্যোগের বাইরে ছোটো, মাঝারি এবং বৃহৎ পরিসরে পাঠককে বইমুখী করতে দেশব্যাপী চলে বিভিন্ন আয়োজন ।
পাঠককে বইমুখী করতে দেশে বেশ কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সারাদেশে বই বিনিময় উৎসব নামে একটি ব্যতিক্রমী উদ্যোগ পরিচালনা করছে। এরই অংশ হিসেবে অদম্য ’১৯ ইয়ুথ ফাউন্ডেশন এবং অদম্য ’১৯ পাঠাগারের উদ্যোগে আমরা প্রাথমিকভাবে সারাদেশের বিভাগীয় এবং কিছু নির্বাচিত জেলা শহরগুলোতে বই বিনিময়ের উদ্যোগ গ্রহণ করি।
যে আয়োজনে পাঠকরা নিজের বাসায় পরে থাকা বা পড়ে হয়ে যাওয়া বই দিয়ে তার পছন্দের নতুন বই সংগ্রহ করতে পারে বিনামূল্যে । এরই অংশ হিসাবে আমরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রংপুর, রাজশাহী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি বই বিনিময় উৎসবের আয়োজন করি। যেখানে প্রায় ৭-৮ লক্ষ টাকার বই বিনিময় করে কয়েক হাজার পাঠক।
সমগ্র আয়োজনটি করতে আমাদের প্রয়োজন পড়ে ভালো সংখ্যাক বইয়ের এবং অন্যান্য আয়োজনের জন্য যে অর্থ প্রয়োজন হয় তার পরিমাণ খুবই নগন্য।
কিন্তু এই সমগ্র আয়োজনটি করতে গিয়ে আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া কিছু বন্ধুদের ধারা পরিচালিত অদম্য ‘১৯ ইয়ুথ ফাউন্ডেশন পর্যাপ্ত বই কিংবা অর্থের জোগান দিতে হিমশিম খাচ্ছে। প্রাথমিক পর্যায়ে আমরা সারাদেশের বিভাগীয় শহর এবং জেলা শহরে এই আয়োজনটি বাস্তবায়ন করার লক্ষ্যমাত্র নিয়ে কার্যক্রম পরিচালনা করছি। বইয়ের নতুন পাঠক তৈরির এই আয়োজনকে চালিয়ে নিতে আমাদের প্রয়োজন কর্পোরেট প্রতিষ্ঠান, প্রকাশনা প্রতিষ্ঠান, লেখক, সাহিত্যিক, বইপ্রেমী সর্বস্তরের মানুষের সহায়তা ।
আপনারা এগিয়ে এলেই আমাদের মতো তরুণদের হাত ধরে তৈরি হবে নতুন পাঠক এবং বইয়ের আলোচনা ছড়িয়ে যাবে সর্বত্র। আপনার ঘরে পড়া হয়ে যাওয়া, পড়ে থাকা একটি বই আমাদেরকে অনুদান দিয়ে হলেও এই চমৎকার আয়োজনটিকে বাঁচিয়ে রাখতে সহায়তা করবেন বলে আমি আশাবাদী।
“পৃথিবী বইয়ের হোক”।
—
তায়েব মৃধা
প্রতিষ্ঠাতা এবং পরিচালক
অদম্য ‘১৯ ইয়ুথ ফাউন্ডেশন
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD