স্মরণ

কথাশিল্পী শওকত ওসমানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ | ১২:২১ অপরাহ্ণ | 34 বার

কথাশিল্পী শওকত ওসমানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

কথাশিল্পী শওকত ওসমানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের ১৪ মে মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এই কথাশিল্পী।

শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও কথাসাহিত্যিক আন্দালিব রাশদী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই।

শওকত ওসমানের জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ।

সাহিত্যকর্মে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শওকত ওসমান আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পদক, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কার, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, টেনাসিস পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন।

তাঁর  রচিত উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’ স্বৈরশাসনের বিরুদ্ধে সর্বকালেই গণজাগরণের এক দিশারি। এছাড়া তাঁর ‘জননী’ উপন্যস ইংরেজি ভাষায় অনূদিত হয়ে বিশ্বসাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছে।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD