প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ বেঙ্গল স্টাডিজ এর পত্রিকা ভাবনগর। বরেণ্য লোকগবেষক সাইমন জাকারিয়া সম্পাদিত পত্রিকাটির নতুন সংখ্যার প্রচ্ছদ করেছেন প্রণয় চক্রবর্তী।
ভাবনগর মূলত অবাঙালি বিদেশীদের বাংলায় লেখা প্রবন্ধ প্রকাশ করে থাকে। এবারের সংখ্যায় ফ্রান্স, ইতালি, আমেরিকা, চীনের অবাঙালি গবেষকদের লেখা স্থান পেয়েছে।
বাংলা প্রবন্ধের পাশাপাশি আমেরিকান অনুবাদকের করা আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাইয়ের ইংরেজি অনুবাদ, ভারতের সংস্কৃত ভাষার অনুবাদকের করা কাহ্নপার দোহা ও মেখলা টীকার অনুবাদ এবং বাংলাদেশের অনুবাদকের অনুবাদে ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্যের সুরক্ষা বিষয়ক কনভেনশন ২০০৫-এর অনুবাদও ছাপা হয়েছে এই নতুন সংখ্যায়।
সরাসরি রেজি. ডাকযোগে পত্রিকাটি সংগ্রহ করা যাবে। সংগ্রহের জন্য ০১৮৩০২০৩৩২২ ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD