করোনা পরবর্তী বাংলাদেশের প্রকাশনা জগতের সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আজ ২৭ অক্টোবর সন্ধ্যায় সৃজনশীল প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদ।
সভায় অমর একুশে গ্রন্থমেলা ২০২২ আয়োজন, অনলাইন বুকশপ আরোপিত ট্যাক্স প্রসঙ্গ, এসইডিপি প্রকল্প, গণগ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় গ্রন্থকেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনসহ চলমান বিভিন্ন বইক্রয় প্রকল্পের অগ্রগতি এবং প্রকাশকদের বিভিন্ন সমস্যা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হবে।
ঢাকার বইবাজার হিসেবে পরিচিত বাংলাবাজারের অদূরে একটি রেস্তোরাঁয় সন্ধ্যায় ৬টায় আয়োজিত হবে এই আলোচনা অনুষ্ঠান। সভায় সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সদস্যসহ অন্যান্য সৃজনশীল প্রকাশকদের উপস্থিতি ও মতামতের জন্য আহ্বান জানানো হয়েছে।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বুক ইন্ডাস্ট্রির যেকোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD