বইমেলা নিয়ে বাংলা একাডেমির সংবাদ সম্মেলন রবিবার

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৮:০৩ অপরাহ্ণ | 464 বার

বইমেলা নিয়ে বাংলা একাডেমির সংবাদ সম্মেলন রবিবার

আগামীকাল ১৭ জানুয়ারি অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে সংবাদ সম্মলেন করবে বাংলা একাডেমি। আজ ১৬ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘অমর একুশে বইমেলা ২০২১’ বিষয়ে বাংলা একাডেমি আগামী ৩রা মাঘ ১৪২৭/১৭ই জানুয়ারি ২০২১ রবিবার দুপুর ২:০০টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করেছে।’

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে একুশে বইমেলা কবে হতে পারে, জানতে চাইলে গত বুধবার (১৩ জানুয়ারি) বাংলা একাডেমির জনৈক কর্মকর্তা ১৭ জানুয়ারি বিশেষ সভা ডাকা হবে বলে দেশের বইকে জানিয়েছিলেন।


  • দেশের বই পোর্টালে লেখা পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD