শামীম হোসেনের কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ৯:৩৬ অপরাহ্ণ | 527 বার

শামীম হোসেনের কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

রাজশাহীতে কবি শামীম হোসেনের কবিতা নিয়ে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।  বই বিপণন ও প্রকাশনা প্রতিষ্ঠান মাতৃভূমি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সন্ধ্যায় কবি তার স্বকণ্ঠে কবিতাপাঠ করেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজশাহী নগরের কাজলায় মাতৃভূমি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবি শামীম হোসেন বলেন, ‘কবিতা অতীতে মানুষের নিকটে ছিল, মাঝখানে হয়তো কিছুটা বিচ্ছিন্নতা এসেছে। এখন সময় এসেছে কবিতাকে আবারও মানুষের কাছে নিয়ে যাবার।’ এসময় তিনি পৃথিবীর মানুষের যেকোনো সংকটে কবিদের পাশে থাকার আহ্বান জানান।

কবিতাসন্ধ্যায় শামীম হোসেন তার ‘ধানের ধাত্রী’ ও সদ্য প্রকাশিত ‘হিম যস্ত্রাংশ” কাব্যগ্রন্থ থেকে বেশকিছু কবিতা পাঠ করেন। এছাড়াও কবির উল্লেখযোগ্য কবিতা পাঠ করেন অনুপম হীরা মণ্ডল, আমিরুল ইসলাম কনক, সমতোষ রায়, ফজলে রাব্বী, আল আমিন মোহাম্মদ, ইয়াসির আরাফাত।


  • দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD