কবি শাহানা সিরাজীর নিজ বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (২৭ জানুয়ারি) কবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ফেসবুক পোস্টে জানান, ডুপ্লিকেট চাবি দিয়ে কেউ তালা খুলে সারা বাড়িতে তাণ্ডব চালিয়েছে। আমি ঢাকাতে অবস্থানকালীন এই খবর পাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা করা হয়নি। সিসিক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছেড়েছি। চোর শনাক্ত করা কঠিন কিছু নয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
মুন্সীগঞ্জ পিটিআই এর ইন্সট্রাক্টর কবি শাহানা সিরাজী জানান, বাংলাদেশ বেতারে প্রাথমিক শিক্ষার ক্লাস রেকর্ডিং শেষে থানায় যাবেন তিনি।
তিনি আরও জানান, মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টা করছি। এখানে দশ গজ পরপর আমার ছাত্র-ছাত্রীদের বসবাস। সবার চোখ ফাঁকি দিয়ে এমন একটি ঘটনা ঘটলো, ভাবতে পাচ্ছি না। দুবছর আগে তালা ভেঙ্গে দুলাখ টাকার ডিভাইস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বলেও তিনি উল্লেখ করেন।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD