বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছেন কবি প্রাবন্ধিক ও সাংবাদিক মোহাম্মদ নূরুল হক।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রস্তাবনা দেন।
মোহাম্মদ নূরুল হকের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে,
১। পুরস্কারের জন্য নাম প্রস্তাব কারা করেন?
২। কারা সিদ্ধান্ত নেন?
৩। কোন প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়?
এই তিনটি প্রশ্নের উত্তর দেশের সিংহভাগ নাগরিক জানে না। এজন্য কয়েকটি প্রস্তাব :
১। প্রস্তাবক ও জুরিদের নাম বাংলা একাডেমি সুপারিশ করতে পারবে না।
২। প্রস্তাবক ও জুরি মনোনয়ন-নির্বাচনের জন্য আগে ১০ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করতে হবে।
৩। সার্চ কমিটি গঠনের জন্য নাম চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে হবে।
৪। সার্চ কমিটির সদস্য ও আহ্বায়ক বা সমন্বয়ক যিনি হবেন, তার অন্তত প্রবন্ধ-গবেষণা, কবিতা, কথাসাহিত্য, নাটক মিলিয়ে একাধিক শাখায় ন্যূনতম দশটি বই থাকতে হবে। সদস্যদের থাকতে হবে ৮টি বই।
৫। সার্চ কমিটি গঠনের পর সমন্বয়ক-আহ্বায়ক ও সদস্যদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে হবে।
৬। সার্চ কমিটি গঠনের পর ৩০ দিনের মধ্যে তারা ১০ সদস্যবিশিষ্ট প্রস্তাবক ও ৩ সদস্যের জুরি বোর্ডের নাম সুপারিশ করবেন। তাদের সুপারিশ অনুযায়ী অধিকতর যোগ্যদের নির্বাচিত করবে বাংলা একাডেমি।
৭। প্রস্তাবক ও জুরি বোর্ডে বাংলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কেউ থাকতে পারবেন না।
৮। প্রস্তাবক-সুপারিশকারীরা কোনো আত্মীয়-বন্ধু লেখকের নাম পুরস্কারের জন্য প্রস্তাব করতে পারবেন না। যদি কোনো প্রস্তাবক তার কোনো আত্মীয়-বন্ধুর নাম প্রস্তাব করেন, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করতে হবে।
৯। প্রস্তাবকরা কার কার নাম প্রস্তাব করেছেন, তাদের নামের তালিকা কমপক্ষে চারটি বহুল জনপ্রিয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে।
১০। প্রস্তাবকরা নাম প্রস্তাব করার পর কোনো রকম তদ্বির করতে পারবেন না।
১১। চূড়ান্ত মনোনয়নের দিন জুরি বোর্ড পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করবে। পুরস্কারজয়ীদের মনোনয়ন অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক ছাড়া কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী উপস্থিত থাকতে পারবেন না।
সম্প্রতী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণার পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারই প্রেক্ষিতে এ প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD