ইতালির তুসকানি রাজ্যের ফ্লোরেন্সের কাছে অবস্থিত অখ্যাত গ্রাম বারবিয়ানা। গ্রামের এক স্কুলের আট ছাত্র জীবন ঘষে পাওয়া শব্দ দিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে লিখেছিল কিছু কথা। যার সারমর্ম দাঁড়ায়,
অমিত সম্ভাবনার জীবনকে আমরা নষ্ট করে ফেলি ভুল মানুষের ভুল দিকনির্দেশনায়।
শিক্ষকদের উদ্দেশ্য করে লেখা খোলা চিঠিতে উঠে আসে অবহেলা, শোষণ, বঞ্চনার কথা।
ঝরঝরে ভাষায় তারা লিখেছে ধনী সমাজের সন্তান ও দরিদ্র পরিবারের সন্তানদের প্রতি ভিন্ন আচরণ, কোচিং ব্যবসা, ছাত্রদের প্রতি শিক্ষকদের অহেতুক আক্রোশ, কোচিং ব্যবসা, ছাত্রদের সাথে শিক্ষকদের পরিক্ষকসূলভ আচরণ।
পুরো বইটি শুধু ইতালি না বিশ্বের অনান্য দেশের শিক্ষা ব্যবস্থার দর্পন হয়ে উঠেছে।
১৯৬৭ সালে বইটি ইতালিতে প্রকাশিত হয় ‘লেটার টু এ টিচার’ (লেত্তেরা আ উনা প্রোফেসোরসা)
কলকাতার বাউলমন প্রকাশনা থেকে ১৯৮৭ সালে প্রকাশিত হয় সলিল বিশ্বাসের অনুবাদ, ‘আপনাকে বলছি স্যার’।
বাতিঘর প্রকাশনী বইটির বাংলাদেশ সংস্করণ প্রকাশ করেছে। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD