বইমেলায় শফিকুর রহমান শান্তনু’র ‘গবলিন’

রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:২৩ অপরাহ্ণ | 1392 বার

বইমেলায় শফিকুর রহমান শান্তনু’র ‘গবলিন’

মেলায় এসেছে নাট্যকার শফিকুর রহমান শান্তনু উপন্যাস ‘গবলিন’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা তাম্রলিপি।

মূলত থ্রিলার ও পিশাচ কাহিনী নির্ভর বইটি সম্পর্কে লেখক বলেন, ‘গবলিন আমাদের সময় ও সমাজের গল্প। তাই প্রথাগত পিশাচ কাহিনী একে বলা যাবে না। প্রতিটি মানুষের মধ্যে একটা পিশাচ বাস করে। কখনো সেই পিশাচ বেরিয়ে আসে। কখনো আসে না। এই গল্প মানুষের ভেতর থেকে সেই বেরিয়ে আসা পিশাচের।’

লেখক বলেন, গবলিনের কাহিনী সংক্ষেপ অনেকটা এরকম – সবারই একটা পড়ে যাওয়ার গল্প থাকে। কেউ হামাগুড়ি দিয়ে হাঁটা শিখতে গিয়ে পড়ে যায়! কেউ ছত্রিশতলার ছাঁদে দাঁড়িয়ে ভাবে, চাইলেই ধরা যায় সপ্তর্ষিমণ্ডল! যত উঁচুতেই ওঠা যায় না কেন, পড়ে যাওয়ার ভয় তাই অন্তহীন পিছু তাড়া করে ফেরে। সবারই একটা উঠে দাঁড়াবার গল্প থাকে। কেউ সারাজীবন শুধু একটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে জানে! কেউ চোরাবালি ভেদ করে দাঁড়িয়ে যায় হিমালয়ের মত! যত নিচেই থাকুক না কেন, উঠে দাঁড়াবার স্বপ্নটা তাই বাঁচিয়ে রাখে মানুষকে! এই পড়ে যাওয়া আর উঠে দাঁড়াবার বাইরে কোন গল্প নেই। বাইরে থাকে কেবল রহস্যময়ী আঁধার। গবলিন সেই গা শিউরে ওঠা আঁধারের গল্প। যেখানে আছে লালসা, যৌনতা, অনৈতিকতা ও কিছু ভুল সিদ্ধান্ত! হয়তো মানুষ মাঝেমধ্যে ভুল সিদ্ধান্ত নেয় বলেই জীবন এত বৈচিত্র্যময়!

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD