মেলায় আসছে গ্রাফিক নভেল ‘মুজিব’-এর ষষ্ঠ কিস্তি

মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:০৪ পূর্বাহ্ণ | 1221 বার

মেলায় আসছে গ্রাফিক নভেল ‘মুজিব’-এর ষষ্ঠ কিস্তি

জাতীর জনক বঙ্গবন্ধুর জীবনী নির্ভর গ্রাফিক নভেল ‘মুজিব’। কমিক সিরিজ আকারে বইটি প্রকাশ করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। অমর একুশে গন্থমেলা ২০১৯-এ আসছে এর ষষ্ট কিস্তি।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে নির্মাণ করা হয়েছে এই গ্রাফিক নভেল ‘মুজিব’। এতে উল্লেখ করা হয়েছে কিভাবে গোপালগঞ্জের অতি সাধারণ পরিবারে জন্ম নেয়া একটি ছেলে শৈশব, কৈশর ও যৌবন পেরিয়ে একসময় হয়ে উঠলো জাতির কাণ্ডারি। হয়ে উঠে বাংলার ভবিষ্যৎ দিক-নির্দেশক।

বাংলা একাডেমি প্রাঙ্গণেই সিআরআই-এর স্টল। সিরিজের আগের পর্বগুলো এখানেই পাওয়া যাচ্ছে। ৬ষ্ঠ পর্ব পাওয়া যাবে দু’একদিনের মধ্যেই। “জাতির পিতা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস গল্প ও কার্টুন আকারে ছোট ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘মুজিব’ গ্রাফিক নভেলটি প্রকাশিত হয়েছে” বলে জানানো হয় সিআরআই স্টল থেকে।

বাংলা ছাড়াও ইংরেজি ও জাপানি ভাষায় অনূদিত হয়েছে তাদের বই। এছাড়াও বঙ্গবন্ধুর বাছাইকৃত ১০০ উদ্ধৃতির সংকলন ‘বঙ্গবন্ধু উদ্ধৃতি’ও পাওয়া যাচ্ছে স্টলটিতে।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD