মেলায় এসেছে সৈয়দ তারিক এর কবিতার বই ‘আত্মায় ছিল তৃষ্ণা’। এটি তার এর ষষ্ঠ কবিতার বই। বইটি প্রকাশ করেছে বৈভব। প্রচ্ছদে শৈল্পিক ছোঁয়া এনেছেন খেয়া মেজবা। বইটিতে রয়েছে মোট ৫৬ টি কবিতা। বইটির মূল্য ১৫০টাকা।
বইয়ে থাকা কবিতাগুলো প্রশান্ত, গাঁঢ, বুদ্ধিদীপ্ত ও দার্শনিকতা সম্পন্ন। নিরীশ্বরবাদী থেকে সুফিবাদী ভাবধারার কিছু প্রয়োগ রয়েছে বইটিতে।
তিনি জানান, কবিতা লিখা তার কাছে শখের চেয়ে বেশি কিছু। তার চিন্তা, অনুভব, যাপন এইসবের প্রকাশ ও বিকাশ ঘটে কবিতা লেখার মাধ্যমে।
সৈয়দ তারিক ১৯৬৩ সালের ১০ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। ষষ্ঠ শ্রেণিতে থাকা কালীন সময় থেকেই লেখালেখি শুরু করেন।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD