ঈদ সাময়িকী ॥ কবিতা

আবু হাসান শাহরিয়ার-এর কবিতা

শনিবার, ০১ আগস্ট ২০২০ | ৯:৪১ অপরাহ্ণ | 708 বার

আবু হাসান শাহরিয়ার-এর কবিতা

আবু হাসান শাহরিয়ার-এর কবিতা

 

॥ ১ ॥
যে-জীবনবৃত্তান্তে মূঢ়রাজ্যে বেকারত্ব ঘোচে না

ব্যক্তিনাম নেই;— জাতিপরিচয়ে চিরসর্বনামা
জন্ম বাঙালির ঘরে;— তার মানে, জাতিতে বাঙাল
ভাষাসূত্রে জন্মকাল— কাহ্নুপার চর্যাপদী যুগ
রাষ্ট্রগত জন্ম— বিশ শতাব্দীর সাল একাত্তর
স্বদেশের জল-মাটি আশৈশব জনক-জননী
মুক্তির লড়াইসূত্রে প্রাপ্ত রাষ্ট্রে জনক মুজিব
শিক্ষা— উদ্ভিদপ্রেম; উচ্চশিক্ষা— ঢেউ ঢেউ নদী
ধর্ম— প্রাকৃতমনে সর্বজীবে ভাব-ভালোবাসা
অভিজ্ঞতা— ভাষাপ্রেম— ভাষার দূষণে ঝাড়ুদার
ঠিকানার বর্তমান— স্বদেশের প্রতি ধূলিকণা
ঠিকানার স্থায়ী মৌজা— তারাভরা রাত্রির আকাশ
পুরস্কারপ্রাপ্তি— প্রতি মুহূর্তের মুগ্ধ বাঁচাবাঁচি
সূত্রধর নদী-বৃক্ষ— চিরপ্রাজ্ঞ দুই মহামুনি
১৬ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ
৩১ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ

 

 

॥ ২ ॥
আত্মসমালোচনা : ২০২০

দুর্যোগের রাতে যদি বিপন্নের কান্না ভেসে আসে—
শূন্যগর্ভা হাহাকার আমার কবিতা
মারি ও মড়কে যদি স্বাস্থ্যসেবা জরুরি চাহিদা—
প্রতিবন্ধী দীর্ঘশ্বাস আমার কবিতা
যখন অগুনতি পেটে দাউদাউ ক্ষুধার আগুন—
হদ্দ ঠুঁটো জগন্নাথ আমার কবিতা
যখন পারে না ছুঁতে উপদ্রুত মানুষের হাত—
স্রেফ নুলো শব্দস্তূপ আমার কবিতা
যখন সমাধিস্তম্ভে শোকাক্ষরে ন্যুব্জ এপিটাফ—
অক্ষমের শিষ্টাচার আমার কবিতা
ক্রান্তিকালে শিল্পকাব্য ন্যূনতম সমাধান নয়—
ব্যর্থতার চিত্রকল্প আমার কবিতা

১৪ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ
২৯ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ

 

॥ ৩ ॥
শব্দের নৈঃশব্দ্যকথা

তারাদের চতুষ্পাঠী চিরায়ত রাত্রির আকাশ
চাঁদের সাবান মেখে স্নান সারে ধীবরের জাল
স্বপ্ন পরিচর্যা চায়;— না পেলে তা আকাশ কুসুম
ছোটো ছোটো ইচ্ছেদের উড়ালের ডানা দাও, মন
মুগ্ধতায় বাঁচো চোখ; ও হে মুখ, কথা আরও কম
স্মৃতিরত্ন— যা কিছু প্রথম
সব ঢেঁকিছাঁটা প্রেমই মুগ্ধ হয় প্রথম দর্শনে
কবিমন স্বেচ্ছাচারী;— মানে না সে বাধ্যবাধকতা
মকশ্ বিলের পাড়াপ্রতিবেশী হাটুরিয়াচালা
বাড়ি যদি শেখরের, পাতে যদি ধোঁয়া-ওঠা ভাত
টাকিমাছভর্তা পেলে সব তুচ্ছ— সঙ্গে আর যা যা
শেখর প্রেমের মহারাজা
কবির মোহর শব্দ;— কবিতা শব্দের কোষাগার
ঢেউ ঢেউ নদীদৃশ্যে ছবি আঁকে শিল্পাচার্য চোখ
আছাড়ি পিছাড়ি ঢেউ ঘাটের হিজলভাষা বোঝে
মেঘ যদি গর্ভবতী, বর্ষা তবে প্রসূতিসদন
গর্ভপাতদুষ্ট মোহ সুন্দরের বাড়াভাতে ছাই
চলো শব্দ, নৈঃশব্দ্যে হারাই

১২ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ
২৭ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ

 

॥ ৪ ॥
শ্লোক-সমবায়

প্রশংসায় গলে গিয়ে উচ্চতা হারালে তুমি মূঢ়
প্রশংসারা উচ্চতানাশক
নিন্দুকের কথা শুনে হতাশ হলেও তুমি বোকা
যা খুশি তা বলুক নিন্দুক
না-জেনেও মুখে ফেনা তুলে বকে অশিক্ষিতপটু
মূঢ়তর্কে প্রাজ্ঞ থাকে চুপ
চাঁদের কলঙ্ক খুঁজে পরিশ্রান্ত ঈর্ষাদুষ্ট চোখ
শুদ্ধপ্রাণ জ্যোৎস্নাপাগল
শব্দই কবির পুঁজি;— ব্যঞ্জনাই কবিতার প্রাণ
সত্য ও সুন্দর ভাইবোন
খাঁটি কবি সুন্দরের বন্দনায় সামষ্টিক বিভা
ব্যক্তি ‘আমি’ আত্মমহামারি
লেখালিখি নেশা হলে আগে কে কী লিখে গেছে, জানো
তা না হলে সবই ভুসিমাল

১১ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ
২৬ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ

 

॥ ৫ ॥
বোর্হেসীয় জাদুবাস্তবতা

মায়াবী শিশুটি রোজ যানজটে ফুলবিক্রিজাত শিশুশ্রম
গাড়ি গাড়ি শিশুদের কলহাস্যে স্কুলগেট গোলাপবাগান
বস্তি উচ্ছেদের জেরে গণিতের শূন্যে হাঁটে উদ্বাস্তু স্বপ্নরা
পরিপার্শ্বে আলিশান আবাসনে শীতাতপ নিয়ন্ত্রিত হাসি
একমাথা রোদে পুড়ে বাড়িমুখী হাঁটাপথে একটি অভাব
বিত্তশালী যাত্রী নিয়ে সুশীল বিমান তার মাথার ওপর
চিরবঞ্চনার দেশ ভাগ্যলিপি জানে-মানে এই বৈষম্যকে
যে-জীবনে প্রতিক্ষণ মৃত্যুঝুঁকি, সে-জীবনে মৃত্যুভয় নেই
চিত্তহীন বিত্তশালীদের প্রাণ ওষ্ঠাগত করোনার ভয়ে
কপর্দকশূন্য হাত সাবান-মাস্কের আগে পেটের গোলাম
মুখোশই যাদের মুখ, তাদের জটিল মুখে নতুন মুখোশ
ঘর থেকে না-বেরুলে দিনমজুরের পেট উপোসের ঘড়া
শঙ্কা যদি নিত্যসঙ্গী— সুরম্য প্রাসাদই গর্ত, কুবেরই ইঁদুর
একমেবাদ্বিতীয়ম করোনাই বোর্হেসীয় জাদুবাস্তবতা

১০ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ
২৫ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ

 


দেশের বই পোর্টালে লেখা পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD