ভেসে যাই
॥ শাহেদ কায়েস ॥
দিগন্তের স্টেশনে ছুটছে ট্রেন―
বৃষ্টির শব্দ, রেলের শব্দ একাকার
ভেসে যাই শরীরে ও মনে―
একটু একটু সামাজিক মৃত্যু…
বৃক্ষের সবুজ ক্যানোপিতে একা―
‘মেঘ দে’ পাখিটির ঠোঁট বৃষ্টির ঠোঁটে
বয়স যদিও বাড়ছে প্রতিদিন―
জীবন তবুও কমছে না একটুও
বন্ধুতার উষ্ণতা―
দীর্ঘশ্বাসের মত আরামদায়ক!
—
দেশের বই পোর্টালে লেখা পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD