১৭ জানুয়ারি জানা যাবে কবে হবে বইমেলা

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ৩:০২ অপরাহ্ণ | 492 বার

১৭ জানুয়ারি জানা যাবে কবে হবে বইমেলা

অমর একুশে বইমেলা কবে হতে পারে, সে বিষয়ে আলোচনা করতে আগামী ১৭ জানুয়ারি বিশেষ সভা ডাকা হয়েছে। সেদিনই সম্ভাব্য তারিখও জানিয়ে দেওয়া হবে। বুধবার (১৩ জানুয়ারি) বাংলা একাডেমির জনৈক কর্মকর্তা দেশের বইকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান জানিয়েছেন, ‘সংস্কৃতি মন্ত্রনালয়, প্রকাশক ও আয়োজকরা মিলে আলোচনা করতে হবে। আমরা চাই না, করোনা পরিস্থিতি আমাদের আয়োজনের জন্য খারাপের দিকে যাক। কেউ যেন দায়ী না করে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের পরামর্শ দিয়েছে। সামনে করণীয় বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে তারা বলবেন।’

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সংগঠনের নির্বাহী ও ভাষাচিত্রের প্রকাশক খন্দকার সোহেল বলেন, ‘আমাদের বলা হয়েছে ফেব্রুয়ারিতে মেলা হবে না। পরবর্তীতে কবে হবে সেটাও নিশ্চিত না। করোনার কারণে গত ৯ মাস বইয়ের সঙ্গে সংশ্লিষ্টরা কোনও বেচাবিক্রি করতে পারেননি। মেলাটা না হওয়া আমাদের জন্য অর্থনৈতিক ক্ষতি। করোনা পরিস্থিতিই যদি বিবেচনায় নেওয়া হয়, তবে আমাদের প্রস্তাব— দেরিতে হলেও মেলা যেন হয়।’

এর আগে রবিবার (১০ জানুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন সম্ভব নয়। ফলে যথানিয়মে এবছর ফেব্রুয়ারিতে মেলার পর্দা উঠছে না।’

গত ডিসেম্বরে মেলা না করার সিদ্ধান্ত জানানোর সময় বাংলা একাডেমির পক্ষ থেকে ভার্চুয়াল মেলা করা যায় কিনা, সেই প্রস্তাব ভাবা হচ্ছিল। সে বিষয়টি তুলে ধরে মহাপরিচালক আবারও বলেন, ‘আমরা ভার্চুয়ালি করবো কিনা, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে’


  • দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD