মুক্তিযোদ্ধা, অগ্রজ প্রকাশক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওসমান গনির জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৪ জানুয়ারি তিনি নরসিংদী জেলার মনোহরদি উপজেলার সাভারদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । স্কুলজীবনে তিনি শিশু সংগঠন খেলাঘর এর সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতেও দায়িত্ব পালন করেন। একাত্তরে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন ।
বাংলাদেশের প্রথমসারির সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী তিনি। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন একাধিক বছর। তিনি এই সমিতির অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন।
এছাড়া তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি এফবিসিসিআই -এর বিভিন্ন কমিটির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ।
তিনি একজন সাংস্কৃতিক সংগঠক। বিভিন্ন নাট্য সংগঠনের সভাপতি ছিলেন। বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন । তিনি জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি ।
তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ জাতিসংঘ সমিতির সদস্য। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অংশগ্রহণের নেপথ্য ভূমিকা পালন করেন ওসমান গনি। ২০১৫ সালে পৃথিবীর সর্ববৃহৎ ফ্রাঙ্কফুর্ট বইমেলায় প্রথমবারের মতো তার নেতৃত্বেই অংশ নেয় বাংলাদেশ ।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD