আজ ছোটকাগজ ‘সপ্তক’ সম্পাদক কবি শিকদার ওয়ালিউজ্জামান-এর জন্মদিন। ১৯৭৬ সালের ১৭ জানুয়ারি মাগুরা জেলার নিভৃত পল্লী ভিটাসাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
কবিতার প্রতি ঝোঁক ছাত্রজীবন থেকেই। একুশ দশকের শুরু থেকে মাগুরা জেলার সাহিত্যাঙ্গনে একজন সাহিত্য সংগঠক ও কবিতাকর্মী হিসেবে নিজেকে নিবেদিত রেখেছেন। প্রতিষ্ঠা করেছেন ‘অনিবার্ণ সাহিত্য সংসদ’ ও ‘সপ্তক সাহিত্য চক্র’।
তাঁর সম্পাদিত ছোটকাগজ নদীপ্রবাহ, সাহিত্য আড্ডা, জলসিঁড়ি ও সপ্তক। এছাড়া তিনি সম্পাদনা করেছেন শূন্য দশকের নির্বাচিত কবি ও কবিতাসংকলন ‘দশক প্রথম’। কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ধূসর অরণ্যের আকাশ’ প্রকাশিত হয় ২০১১ সালে একুশে বইমেলায়।তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মধ্যবর্তী আলো ও কুয়াশ’” প্রকাশিত হয় ২০১৬ বই মেলাতে। তাঁর প্রকাশিত আরো বই ‘ব্যর্থতার রাজহাঁস এবার থামো ও ছড়ার মাঝেই পড় ’।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।এরপর ২০০৩ সাল থেকে তিনি মাগুরা জেলাধীন আলোকদিয়ায় প্রতিষ্ঠিত অমরেশ বসু ডিগ্রী মহাবিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD