বইমেলার তারিখ ঘোষণা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ৩:৩৫ অপরাহ্ণ | 573 বার

বইমেলার তারিখ ঘোষণা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর

আজ (১৭ জানুয়ারি) অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলা একাডেমি। দুপুরে একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে লেখক-প্রকাশকদের নিয়ে মতবিনিময় সভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ভার্চুয়াল নয়, বইমেলা আগের মতোই হবে। শুধু তারিখ ঘোষণা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।

প্রতিমন্ত্রী জানান, অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা হচ্ছে। তবে তারিখ নির্ধারিত হয়নি। মেলা আয়োজনের তিনটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে সংস্কৃতি মন্ত্রণালয়। যা ২০ ফেব্রুয়ারি, ১৭ ও ২৭ মার্চ হতে পারে, অথবা প্রধানমন্ত্রী নিজে তারিখ নির্ধারণ করে দিতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে পহেলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করতে পারছি না। আজকে আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরাসরি বই মেলা হবে। কোনো ভার্চুয়াল মেলা হবে না। করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমছে। করোনা পরিস্থিতি আরও উন্নতি হলে আমরা বইমেলা আয়োজন করব।’

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD