১৮ মার্চ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | ৭:২৬ অপরাহ্ণ | 479 বার

১৮ মার্চ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হচ্ছে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি পেয়েছেন তারা। আগামী ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হবে।

কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, তা এখনো ঠিক হয়নি। তবে ইচ্ছা আছে রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত। যদি কোনো আপত্তি উঠে সেটা বিবেচনায় নেবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিরি ওপর সেটা বিবেচনা নেবে।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD