দেশের অন্যতম সেরা সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র। প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব চিন্তা-চেতনা, নতুনত্ব আর আদর্শিক ভাবনা থেকে এই প্রতিষ্ঠানের যাত্রাপথ চলমান। সামাজিক যোগাযোগ্যমাধ্যম ফেসবুকে ‘ভাষাচিত্র বুক ক্লাব’-নামের একটি গ্রুপের মাধ্যমে সারাদেশের বইপ্রেমী পাঠকদের সঙ্গে একটি যোগসূত্র স্থাপনের অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এই গ্রুপে পাঠকদের নিয়ে একটি ভিন্নধর্মী আয়োজন পাঠক প্রোফাইল। পাঠকগণ স্বতঃপ্রণোদিত হয়ে নিজের সম্পর্কে গ্রুপে পোস্ট দেন। নির্বাচিত পোস্টগুলো আমরা দেশের বই পোর্টাল-এ প্রকাশ করি। আজ প্রকাশিত প্রকাশিত হলো জহিরুল হাসান-এর প্রোফাইল
নিজেকে নিয়ে বলার তেমন কিছু নেই। আমি একজন ক্ষুদ্র পাঠক। সর্বদা বইয়ের রাজ্যে ডুবে থাকতে ভালোবাসি।
নাম জহিরুল হাসান (আপন)। জন্ম পদ্মা কীর্তিনাশার কোল ঘেঁষিত শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। গ্রামের হাওয়া বাতাসেই আমার বেড়ে ওঠা।
শিক্ষাজীবন : এসএসসি নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয়।
এইচএসসি : নড়িয়া সরকারি কলেজে।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভূক্ত নড়িয়া সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছি। প্রথম বই পড়া শুরু নবম শ্রেণিতে পড়াকালীন সৈয়দ মুজতবা আলীর লেখা চাচা কাহিনী দিয়ে। পড়ার পর সাহিত্যের প্রতি একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। প্রিয় বইগুলো হলো :
পদ্মা নদীর মাঝি- মানিক বন্দোপাধ্যায়
লালসালু, চাঁদের আমাবস্যা – সৈয়দ ওয়ালীউল্লাহ
সূর্য দীঘল বাড়ি, পদ্মার পলিদ্বীপ, জাল – আবু ইসহাক
হাজার বছর ধরে, বরফ গলা নদী – জহির রায়হান
গৌরিপুর জংশন, তেতুল বনে জোছনা, বাদশাহ নামদার – হুমায়ুন আহমেদ
রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি, রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি – মোহাম্মদ নাজিম উদ্দিন
নীল দর্পণ – দীনবন্ধু মিত্র
ক্রীতদাসদের হাসি – শওকত ওসমান
মুহাম্মদ বিন কাসিম – নসীম হিজাযী
শিকওয়া ও জওয়াবে শিকওয়া – আল্লামা ইকবাল
গুলিস্তাঁ ও বোস্তাঁ – শেখ সাদি (রহঃ)
বাঙালিশ্রেষ্ঠ বঙ্গবন্ধু – মোনায়েম সরকার
The 3 Mistakes of My Life, Revolution 2020 – Chetan Bhagat
A Grammar of Politics – Harold J. Laski
এর বাইরেও বেশ কিছু বই পড়া হয়েছে। প্রিয় লেখক আবু ইসহাক। তার লেখা সূর্য দীঘল বাড়ি বইটা ২০ বারেরও অধিক পড়েছি। লেখকের সাহিত্যকর্মের প্রতি আরও বেশি ভালোলাগা শুরু হয় যখন জানতে পারি লেখক এর জন্মস্থান নিজ জেলা ও থানায়।
প্রত্যাশা করি, বইয়ের আলোয় আলোকিত হোক সবাই।
[ আপনি যদি বইপ্রেমী পাঠক হয়ে থাকেন, আপনার সম্পর্কে, আপনার বই পড়া সম্পর্কে, আপনার অভিজ্ঞতাসমৃদ্ধ পাঠক প্রোফাইল পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। আপনার প্রোফাইল প্রকাশিত হবে আমাদের অনলাইলে। এছাড়া বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD