শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ |
১:১১ অপরাহ্ণ | 500 বার
বাংলা ভাষাভাষী তরুণ সাহিত্যিকদের মধ্যে ভারতের হেমপ্রভা বন্দ্যোপাধ্যায় সাহিত্য পুরস্কার বেশ জনপ্রিয়। হেমপ্রভা বন্দ্যোপাধ্যায় সাহিত্য সম্মাননা ২০২২ বিজয়ী হয়েছেন বাংলাদেশের তরুণ লেখক তৌফিক মিথুন। তাঁর লেখা ‘মায়া’ উপন্যাসটির জন্য তিনি পেয়েছেন এবারের সাহিত্য সম্মাননা। উল্লেখ্য, বাংলাদেশ, পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসামসহ বিভিন্ন জায়গা থেকে জমাকৃত অসংখ্য উপন্যাসের মধ্য থেকে জুরিবোর্ড ২০২২ সালের পুরস্কারের জন্য মনোনীত করেন বাংলাদেশের জনপ্রিয় তরুণ লেখক তৌফিক মিথুন-এর ‘মায়া’ উপন্যাসটি। বইটি প্রকাশিত হয়েছে পরিবার পাবলিকেশন্স থেকে।
গত ২৮ জানুয়ারি, ২০২৩ এই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বজবজ, কলকাতায়। উপস্থিত ছিলেন বাংলা ভাষাভাষী অসংখ্য নবীন-প্রবীণ শিল্পমনা মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য গৌতম দাশগুপ্ত (চেয়ারম্যান- বজবজ পৌরসভা), সন্দ্বীপ চৌধুরি (প্রেসিডেন্ট-ক্যালকাটা মিডিয়া ইন্সটিটিউট), মলয় দাশগুপ্ত (তথ্যচিত্র নির্মাতা), দেবরাজ মুখার্জী (টাটা স্টিল), প্রবীর কুমার মিত্র (চিফ লিগ্যাল এডভাইজার-সিইএসসি লিমিটেড)।
অনুষ্ঠানে নাটকে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় ভারতীয় ‘অঙ্গন নাট্য সংস্থা-বজবজ’কে। আবৃত্তিতে পুরস্কার পেয়েছেন ভারতের মৌসুমী আদক এবং মৌসুমী সরকার। অনুষ্ঠানে উপস্থিত সবাই বাংলাদেশ এবং ভারতের সাহিত্য-সংস্কৃতির এমন মেলবন্ধন নিয়মিত দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তৌফিক মিথুন বলেন, ‘ভারতের জনপ্রিয় হেমপ্রভা বন্দ্যোপাধ্যায় শিল্প-সাহিত্য-সংস্কৃতি সম্মাননা পুরস্কারের বিজ্ঞ বিচারকমণ্ডলী, দুই বাংলার অসংখ্য লেখার ভিড়ে এ বছর সাহিত্য বিভাগে আমাকে নির্বাচিত করায় আমি অনেক আনন্দিত। আশা করব ভবিষ্যতেও বাংলাদেশ-ভারতের এই মেলবন্ধন অটুট থাকবে এবং বাংলাদেশের আরও অনেক তরুণ লেখক এই পুরস্কারটি জিতে নিবেন।
যারা দুই বাংলার সমকালীন লেখালেখির খোঁজ-খবর রাখেন, তারা জানেন, তরুণ লেখকদের কাছে এই পুরস্কারটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের একজন লেখক হিসাবে এই অর্জন আমাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতের পথচলায় সাহস যোগাবে। আমার কাছে দেশের পতাকা সবসময়ই আবেগের, ভালোবাসার। যে অর্জনে দেশের পতাকা ওড়ার সুযোগ তৈরি হয়, একজন বাংলাদেশি হিসাবে সেই অর্জন সর্বদাই গৌরবের।
গৌরবের এ যাত্রা যেন দীর্ঘ হয়। দেশের পতাকার মান যেন উজ্জ্বল রাখতে পারি। সবার কাছে দোয়াপ্রার্থী।’
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক দীপক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকে সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশের তরুণ লেখক তৌফিক মিথুন পুরস্কারটি পেয়েছেন তার লেখার জোরে। আমি বিশ্বাস রাখি, এই তরুণ লেখক আগামীতে বাংলা সাহিত্যে তার প্রতিভার স্বাক্ষর রাখবে।’
সম্মাননাপ্রাপ্ত উপন্যাস ‘মায়া’ প্রকাশক সোহানুর রহীম শাওন বলেন, ‘এ বিজয় গৌরবের। তৌফিক মিথুনের অসামান্য এই অর্জনে আমরাও গর্বিত। প্রকাশক পরিচয়টা এজন্যই আমার কাছে গর্বের, গৌরবের এবং সার্থকতাময়। লেখকের ঝুলিতে এ রকম পালক আরও যুক্ত হোক।’