“থিম পুজোর হিড়িকে এবারে বিশের পল্লীর নতুন চমক ‘লাইভ ঠাকুর। ‘অনেক ‘মিটিন উইথ টিপিন’এ হাঁড়ি হাঁড়ি চা জব্দ করার পরে পুজো কমিটি এই ডিসিশনে পৌঁছলেন।
জবাবৌদিকে বেশ ঠাকুর ঠাকুর দেখতে, তাঁর কাছে প্রোপোজাল রাখা হল দুর্গা সাজার জন্যে, তাঁর তো গর্বে মাটিতে পা পড়ে না। তাঁর স্বামী মিত্তিরদাকে অসুর হলে বেশ মানায়, মিনমিন করে মিন্টুবাবু একবার সেই প্রস্তাব রাখতে গিয়ে, মার খেতে খেতে বেঁচে ফিরেছেন, কাছা-কোঁচা খুলে একাকার। বৌদি নাকি প্রস্তাবটির সমর্থনে কথা বলতে গিয়ে ছিলেন, ‘ কর না বাবা, বেশ মজাই হবে। এ তো যাত্রা পালার মত ‘। সংসারে শুরু হয়েছে প্রবল অশান্তি, ছাড়াছাড়ি হওয়ার জোগাড়। ”
………………………………………………….
**** প্রবাসী জীবনের এরকম নানা ছোট্ট ছোট্ট হাসি কান্না, মনকেমন, প্রাপ্তি- হারানো, ফিরে পাওয়ার গল্প কোলাজ মন ছুঁয়ে যায়, ছুঁয়ে থাকে স্নিগ্ধ ভালোলাগায়।
#প্রবাসীর_সাত_সতেরো
ইন্দ্রাণী ভট্টাচার্য
দ্য ক্যাফে টেবল
১৫০ টাকা
অনলাইন বুকিং লিঙ্ক : http://thecafetable.com/product/probashir-saat-sotero/
http://ebongin.com/shop/book-store/probashir-saat-sotero/
http://www.boichoi.com/details.php?id=MTY3NTI=
https://www.amazon.in/…/819…/ref=cm_sw_r_apa_i_abcfzbC4RZ03N
প্রকাশিত সমস্ত বইগুলো পাওয়া যাচ্ছে-
কলেজ স্ট্রিট: দেজ পাবলিশিং, দে বুক স্টোর(দীপুদা), অভিযান পাবলিশার্সের আউটলেটে।
রাসবিহারী মোড়: প্রোগ্রেসিভ বুক স্টল(কল্যাণদার বইয়ের দোকান)
যাদবপুর: কাফে কবীরা ।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD