জীবনের এ-একটা অভিজ্ঞতা
—
সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁর বাড়ি যাওয়া। এই বাড়িতে এর আগেও এসেছি। 1998 সালে। এক দুপুরে। আজ কুড়ি বছর পর সত্যজিতের জন্মদিনে ফুলে-ঢাকা সত্যজিতের ছবির সামনে দাঁড়ানোর মতো শিরশিরানি অভিজ্ঞতা সে নয়। বিশাল বারান্দার এক জায়গায় টেবিলের উপর রাখা সত্যজিতের বাঁধানো ফটো প্রায় চাপা পড়ে গেছে নানারকম ফুলে, টেবিল উপচে টেবিলে নীচ কিছুই দেখা যাচ্ছে না, এত ফুল। আর এই প্রতিটি ফুলের ভিতর মানুষের নিখাদ ভালোবাসা ও শ্রদ্ধার স্পর্শ।
অভিযান পাবলিশার্স কর্তৃক প্রকাশিত বিশিষ্ট প্রাবন্ধিক ক্ষেত্র গুপ্তের লেখা ‘সত্যজিতের সাহিত্য’ সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ের হাতে তুলে দেব এই আকাঙ্ক্ষা থেকেই আজকের যাওয়া। ক্ষেত্র গুপ্তের পুত্র বিশিষ্ট সাংবাদিক পূষণ গুপ্তও উপস্থিত ছিলেন এই সন্ধ্যায়।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD