ছবিগুলো ফেসবুক থেকে প্রাপ্ত। আমার এলাকার একজন ছোটভাইয়ের প্রোফাইল থেকে নেওয়া। এলাকার আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের ছবি এটি।
আমরা যারা “আলোকিত ও মেধাবী প্রজন্মের জন্য বই”, “জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও বিনির্মাণের জন্য বই” বলে স্লোগান দেই বছরব্যাপী তাদের জন্য এই ছবিটি বর্তমান সময়ের একটি প্রতীকী ছবি হতে পারে।
আমরা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিংবা বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বহু বিষয় নিয়ে বহুবার মিটিং-সিটিং করেছি। অথচ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন প্রজন্মের হাতে এই বাসন-কোসন তুলে দেয়ার সংস্কৃতিটা পরিবর্তন করার জন্য মন্ত্রণালয়ের একটা কঠিন নির্দেশনা আদায় করতে পারিনি।
আশা করি, বিষয়টি নিয়ে আরও একবার ভাববেন আমাদের সৃজনশীল প্রকাশনার সঙ্গে জড়িত সহযাত্রী, অগ্রজ প্রকাশক ও বইপ্রেমীগণ।
আসুন থালা-বাটির পরিবর্তে আসুন শিশুদের হাতে একটি বই তুলে দেই। আধুনিক ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের প্রস্তুতি হিসেবে শিশুদের মনোজগত গঠনে বই হতে পারে একমাত্র বন্ধু।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD