বইমেলায় নতুন বইয়ের ১০ শতাংশ মানসম্পন্ন

শুক্রবার, ১১ মে ২০১৮ | ৩:২৬ পূর্বাহ্ণ | 1652 বার

বইমেলায় নতুন বইয়ের ১০ শতাংশ মানসম্পন্ন

শেষ হওয়া বইমেলায় নতুন প্রকাশিত বইয়ের মোট ১০ শতাংশ মানসম্পন্ন ছিল বলে বাংলা একাডেমির তথ্যে জানা গেছে। বুধবার বইমেলা শেষ হয়েছে।
বাংলা একাডেমির দেওয়া তথ্য মতে, বইমেলায় ৪ হাজার ৫৯১টি নতুন বইয়ের মধ্যে ৪৮৮টি বই মানসম্পন্ন ছিল। সেই হিসেবে প্রকাশিত নতুন বইয়ের মাত্র ১০ দশমিক ৬৩ শতাংশ মানসম্পন্ন।
এছাড়া বইমেলায় কম্পিউটার বিষয়ে নতুন কোনো বই আসেনি।
এবারের বইমেলায় নতুন বইয়ের তালিকা থেকে এই তথ্য জানা যায়।
সবচেয়ে বেশি বই এসেছে কবিতা ক্যাটাগরিতে ১ হাজার ৪৭২টি। এরপর আছে গল্পের বই ৭০১টি। তারপর উপন্যাস ৬৪৩টি, প্রবন্ধ ২৫৭টি, শিশুতোষ ১২৫টি, শিশুতোষ ১২৫টি,  গবেষণা ১২২টি, ছড়া ১১২টি,  ইতিহাস ১১০টি, জীবনী ১০৭টি, মুক্তিযুদ্ধ ৯১টি, ভ্রমণ ৯১টি, বিজ্ঞান ক্যাটাগরিতে ৭৬টি, সায়েন্স ফিকশন ৬৫টি, চিকিৎসা বিষয়ে ৩৩টি, অনুবাদ ৪৮টি,  নাটক ২৩টি, রম্য ২১টি, রাজনীতি ২২টি, ধর্মীয় ২৬টি, রচনা বই ১৫টি, অভিধান ৭টি ছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে বই এসেছে ৪২৪টি।
বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি বলেন, বইমেলায় শুধু নতুন বই আসলে হবে না, বরং মানসম্পন্ন বই বের করতে হবে।
একই সুরে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শত বই না লিখে, সৃষ্টির জন্য একটি বই লিখুন।

#

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD