অনলাইন বই উৎসব

অনলাইন উৎসবে দেশসেরা ৩০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান

বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ২:৪৫ অপরাহ্ণ | 383 বার

অনলাইন উৎসবে দেশসেরা ৩০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান

১ম অনলাইন বই উৎসব শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২২। দশদিনের এই উৎসব শেষ হবে ১০ ফেব্রুয়ারি ২০২২।

প্রথমবারের মতো আয়োজিত দশদিনের এই অনলাইন উৎসবে অংশ নিয়েছে দেশসেরা ৩০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো:
অনন্যা, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, আগামী প্রকাশনী, ঐতিহ্য, উৎস প্রকাশন, নওরোজ সাহিত্য সম্ভার, ভাষাচিত্র, নালন্দা, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, শব্দশৈলী, বাতিঘর প্রকাশনী, ইকরিমিকরি, ময়ূরপঙ্খী, প্রতীক প্রকাশনা সংস্থা, অক্ষর প্রকাশনী, অন্বয় প্রকাশ, আদর্শ, আদিগন্ত প্রকাশনা, পরিবার পাবলিকেশন্স, পাললিক সৌরভ, প্রকৃতি, প্রিয়মুখ, বাংলানামা, বেহুলাবাংলা, ভাষাপ্রকাশ, মুক্তদেশ, মুর্ধন্য, রিদম প্রকাশনা সংস্থা, র‌্যামন পাবলিশার্স, সদর প্রকাশনী, সিঁড়ি প্রকাশন।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD