এদেশে বই পড়াটা এখনও সংস্কৃতি হয়ে ওঠেনি। শিশুদের ক্ষেত্রে এ অভাব আরও প্রকট, তাদের জন্য লেখা মানসম্মত সাহিত্য হাতে-গোণা। অনেক শিশুকে তাই বাধ্য হয়ে বড়দের বই পড়তে দেখা যায়।
বর্তমান সময়ে যে অল্প কিছু মানুষ শিশু-কিশোরদের মানসিক বিকাশে শিশু-কিশোর উপযোগী সাহিত্যের গুরুত্ব নিয়ে ভাবছেন তাদের একজন ছড়াকার ও লেখক আমীরুল ইসলাম। আধুনিক বাংলা শিশুসাহিত্যের রূপকার হিসেবে আখ্যায়িত করা হয় তাকে।
বরেণ্য এই শিশুসাহিত্যিকের ছোটদের জন্য লেখা ভিন্নরকম বই ‘রাজিনের উড়ন্ত সাইকেল’। গত ১২ সেপ্টেম্বর প্রতিভা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বই প্রকাশের শুভক্ষণে উপস্থিত ছিলেন খ্যাতিমান প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ও অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী, প্রকাশক মনিরুল হক।
বইটি পাওয়া যাবে দেশের অভিজাত বইয়ের দোকানে। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা।
অনেক পাঠকের মন্তব্য অনুযায়ী, শিশুসাহিত্যের এই কঠিন সময়ে এক টুকরো আলো হয়ে এসেছে ‘রাজিনের উড়ন্ত সাইকেল’।
—
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD