নতুন বই

প্রকাশিত হলো জি এম ফরিদ-এর নতুন বই ‘সুন্দর করুণ’

শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ৭:১৩ অপরাহ্ণ | 657 বার

প্রকাশিত হলো জি এম ফরিদ-এর নতুন বই ‘সুন্দর করুণ’

ঘটনার ঘনঘটায় পরিপূর্ণ মানব জীবন। প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কখনো কখনো গল্প হয়ে ওঠে। এই গল্পগুলোর কোনোটা হয় অসম্ভব সুন্দর কোনোটা ভয়ংকর করুণ।

 

সুন্দর ও করুণ দুই বিপরীতধর্মী গল্পকে জীবন থেকে তুলে এনে গ্রন্থ রূপ দিয়েছেন লেখক জি এম ফরিদ। পেশাগত জীবনে তিনি ডাক্তার হলেও ব্যক্তিজীবনে মায়াময় একটি হৃদয় ধারণ করেন। তাই মায়াময়তাই তাঁর গল্পের মূল উপকরণ। সাথে যুক্ত হয়েছে সহজবোধ্যতা ও ভাষাগত সরলতা। এর আগে ‘কুহকের দিনরাত্রি (২০১৯), জীবনের তুমুল সমাচার (২০২০) নামের দুইটি বই প্রকাশিত হয়েছে তাঁর। তাঁর তৃতীয় বই ‘সুন্দর করুণ’ প্রকাশিত হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র থেকে।
নিজের তৃতীয় বই সম্পর্কে লেখক জানান, ‘আমি আমার জীবন থেকে লিখি। জীবন থেকে যা পাই, যা উপলব্ধি করি সেটাই লেখায় প্রকাশ করতে চাই। তাই জীবন ঘনিষ্ঠ লেখা যারা পছন্দ করেন তাদের কাছে সুন্দর করুণ ভালো লাগবে।’


দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD