পৃথিবী আজ মহামারি করোনার করাল গ্রাসে বন্দি। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, আক্রান্তরা শ্বাস নেবে তার জন্য নেই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, এমন সময়ে বন্ধুরা মিলে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় আনন্দ। সে সব বুঝতে পারে, শুনতে পারে তবে সাড়া দিতে পারে না। ডাক্তাররা তাকে আইসিইউ সাজেস্ট করে কিন্তু কোথাও ফাঁকা নেই আইসিইউ। চেতন-অবচেতনে কেটে যায় একটা রাত।
আত্মীয়দের উৎকণ্ঠা, নিজের শারীরিক যাতনা প্রকাশ না করতে পারার অনুভূতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে পার হয় ভয়াবহ সেই রাত। সেই রাতের গল্পই রাতকাহন, লিখেছেন মেসবাহ য়াযাদ। সরল বাক্যে, সহজ শব্দে ভাব প্রকাশ করতে পছন্দ করেন এই লেখক। নিজের ব্যক্তিগত অনুভূতি আর উপলদ্ধিকে প্রয়োগ করেছেন তিনি রাতকাহন-এ।
কঠিন সময়ের জীবনঘনিষ্ঠ এই লেখাটি বই আকারে প্রকাশ করেছে ভাষাচিত্র। ভাষাচিত্র থেকে প্রকাশিত এটি লেখকের তৃতীয় বই। অন্য দুটি বই হলো ‘পোস্টমর্টেম’ (২০১৮), ‘সরল স্বীকারোক্তি’ (২০২০)। এ বছর ‘সাতজন যাত্রী’ নামে আরও একটি বই প্রকাশিত হয়েছে চট্টগ্রামের প্রকাশনা প্রতিষ্ঠান হৃৎকলম থেকে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD