নতুন বই

হজ পালন নিয়ে ভাষাচিত্রের বই হজ বোরাকে কাবার পথে

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | ৬:৩১ অপরাহ্ণ | 449 বার

হজ পালন নিয়ে ভাষাচিত্রের বই হজ বোরাকে কাবার পথে

প্রকাশিত হয়েছে ভাষাচিত্রের নতুন বই। হজ সম্পর্কীত অভিজ্ঞতার বয়ানে ‘হজ বোরাকে কাবার পথে’ শীর্ষক বইটি লিখেছেন এস আঞ্জুমান আরা।

 

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ চতুর্থ স্তম্ভ। প্রাপ্তবয়ষ্ক সকল মুসলিমের ওপর আর্থিক ও সামাজিক সক্ষমতা সাপেক্ষে জীবনে একবার হজ ফরজ। প্রত্যেক মুসলিমের হৃদয়ে হজ নিয়ে স্বপ্ন থাকে। কিন্তু হজ অনেক কষ্টসাধ্য বিষয়। হজের কাঠিন্যের বিষয়গুলো জানা থাকার পাশাপাশি প্রত্যেক হজযাত্রীর করণীয় বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। আরবি দোয়া-কালামের সাথে হজ যাত্রাপথের নানা প্রতিবন্ধকতা ও মক্কা-মদিনা সম্পর্কে পূর্ব জানাশোনা থাকলে কষ্টের হজও সহজ মনে হবে, হয়ে উঠবে আনন্দদায়ক।

 

মক্কা-মদিনার কোথায় কতদিন অবস্থান করতে হয়, তাওয়াফের নিয়ম কী, তাঁবুতে রাত্রিযাপন, সেখানকার আবহাওয়া, প্রাকৃতিক ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে জানানোর উদ্দেশ্য থেকেই এস আঞ্জুমান আরা লিখেছেন হজ বোরাকে কাবার পথে বইটি।

এই বইয়ের উদ্দেশ্য হজযাত্রীদের হজযাত্রা ও হজকালীন অবস্থান সম্পর্কে পূর্ব পরিচয় ঘটানো। এছাড়াও এই বইয়ে মক্কা ও মদিনার উল্লেখযোগ্য পবিত্র স্থানগুলোর র্বণনা রয়েছে, রয়েছে আলোকচিত্র । বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাষাচিত্রের বই পেতে খোঁজ করতে পারেন নিচের বইয়ের দোকানে :
> ভাষাচিত্র ।। ৩৮/৪, মান্নান মার্কেট, বাংলাবাজার, ঢাকা
> পাঠশালা ।। আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা
> বেঙ্গল বই ।। বেঙ্গল গ্যালারি, ধানমন্ডি ২৭, ঢাকা
> বাতিঘর ।। বাংলামোটর, ঢাকা
> নির্বাচিত ।। রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স (৩য় তলা), সেক্টর-৭, উত্তরা, ঢাকা
> নির্বাচিত ।। কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাটাবন, ঢাকা
> বইবাজার ।। নীলক্ষেত, ঢাকা
> বই বিচিত্রা ।। রুপায়ন গোল্ডেন এইজ, শপ-১৯,২৫,২৬(গ্রাউন্ড ফ্লোর), প্লট-৬, রোড-৩৭, গুলশান এভিনিউ, ঢাকা
> বাতিঘর ।। প্রেসক্লাব ভবন, ১৪৬/১৫১ জামাল খান রোড, চট্টগ্রাম
> বাতিঘর ।। গোল্ডেন সিটি কমপ্লেক্স, ৬৮২ পূর্ব জিন্দাবাজার, সিলেট
> নির্বাচিত ।। নেহার মার্কেট (২য় তলা), পূর্ব জিন্দাবাজার, সিলেট
> নির্বাচিত ।। জলিল স্মরণী, বয়রা বাজার, ব্যাংক এশিয়া বিল্ডিং (২য় তলা), খুলনা
> নির্বাচিত ।। বি এম কলেজ রোড, (কলেজিয়েট স্কুল সংলগ্ন), বরিশাল,
> বুক ভিলা ।। বরিশাল
> নির্বাচিত ।। ৫, নতুন গ্যালারি, স্টেডিয়াম মার্কেট, এম এম কলেজ, (আসাদ গেট সংলগ্ন) যশোর
> নির্বাচিত ।। এভারগ্রিন খাদিমিজিয়া মিউজিয়াম, (লাজ ফার্মার ২য় তলা), মনোহরপুর, কুমিল্লা

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD