নতুন বই

পুলিশের অভিযান নিয়ে রোমাঞ্চকর অপারেশন

সোমবার, ১৯ এপ্রিল ২০২১ | ৩:৩২ অপরাহ্ণ | 615 বার

পুলিশের অভিযান নিয়ে রোমাঞ্চকর অপারেশন

পুলিশ নিয়ে অভিযোগ-অনুযোগ-তর্ক-বিতর্ক শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই রয়েছে।

 

পুলিশ জনগণের বন্ধু। পুলিশ মানবিক।
পুলিশ অমানবিক। পুলিশ সৎ। পুলিশ অসৎ।
আসলে দায়িত্ব পালন করতে গেলে এই জাতীয় কথাবার্তা, অভিযোগ -অনুযোগ ওঠাই স্বাভাবিক।
কিন্তু সবকিছুর পরেও আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে একটি সুন্দর-আইনের শাসন মেনে চলতে পুলিশ জনগণের সহায়ক সঙ্গী।
শেষমেশ পুলিশের কাছেই যেতে হয়।
পুলিশের নেতিবাচক বিষয়গুলোই মানুষের মুখে মুখে বেশি প্রচারিত। কিন্তু আমরা জানতে চাইনা দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের কতরকম ঘটনার মুখোমুখি হতে হয়। কতরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। মৃত্যু ঝুঁকিতে পড়তে হয়!
সেসব জানা-অজানা ঘটনার গল্প ‘রোমাঞ্চকর অপারেশন ‘। লিখেছেন পুলিশের নারায়ণগঞ্জ জোন-এর চৌকস কর্মকর্তা এএসপি আইনুল হক।
এই বইটি শুধু পুলিশ নয়, সাধারণ পাঠককেও রোমাঞ্চিত এবং শিহরিত করবে। প্রতিটি ঘটনা নিয়ে যাবে অন্যরকম এক জগতে। বইটির প্রকাশক অন্বয় প্রকাশ। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা।


দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD