অদ্ভুত মানুষ পাপ্পু ভাই। মজার মজার কর্মকাণ্ডে মাতিয়ে রাখেন চারপাশ। অতি চালাকি দেখাতে গিয়ে প্রায়শ বোকার মতো ঝামেলা বাঁধিয়ে বসেন। এতে অবশ্য তার ভ্রুক্ষেপ নেই। তিনি থাকেন তার মতো। অল্প কথায় তাকে ব্যাখ্যা করা বেশ কঠিন। তিনি অনেকটা পানির মতো। কঠিন, তরল কিংবা বায়বীয়। যেখানে যেমনটা মানানসই।
লেখকের মতে, ‘পাপ্পু ভাইয়ের গল্পগুলো প্রচলিত অর্থে জোকস কিংবা হাসির গল্প নয়। এগুলো সবই নিরীহ টাইপের রম্যগল্প, যা পড়ে পাঠক হাসতে হাসতে গড়াগড়ি খাবেন এই গ্যারান্টি দেয়া উচিত হবে না। কেননা চিরদুঃখী এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ মানুষের মুখে হাসি ফোটানো। সেই দৃষ্টিকোণ থেকে পাপ্পু ভাই যদি আপনাদের মুখে এক চিলতে মুচকি হাসিও এনে দিতে পারে, তাহলেই লেখকের সার্থকতা।
দেখা যাক, পাপ্পু ভাইয়ের কাণ্ডকারখানা আপনার মুখে হাসি ফোটায় কিনা।’
বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ লেখক তৌফিক মিথুনের নতুন বই ‘আমাদের পাপ্পু ভাই’। রম্য ঘরানার ছোটগল্পের এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে পরিবার পাবলিকেশন্স থেকে। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD