কিছুদিন আগেই শেষ হয়েছে দেশের সবচাইতে বড়ো বইউৎসব। অমর একুশে বইমেলা। চারদিকে মন খারাপের সুর। আবারও এক বছরের অপেক্ষা। তবে বই পড়া, বই কেনা কি থেমে থাকবে? এই প্রশ্নকে সামনে রেখেই দেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র আয়োজন করেছে একটি ভিন্নধর্মী বই উৎসব।
রিডিং সোসাইটি তথা পাঠক তৈরির লক্ষ্যে ২৫ মার্চ থেকে শুরু হয়েছে ভাষাচিত্র বই উৎসব ২০২২। চলবে ৭ দিন অর্থাৎ ৩১ মার্চ ২০২২ পর্যন্ত। বই উৎসব চলাকালীন পাঠকদের জন্য থাকছে ৫০ হাজার টাকার বই উপহার।
অনলাইন-অফলাইন যে কোনো মাধ্যমে এই সাতদিন ভাষাচিত্রের বই কিনে ভাষাচিত্রের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে ক্যাশ মেমোর ছবি পাঠাতে হবে। ৩০০ টাকা সমমূল্যের বই ক্রয় করলেই পাঠকের জন্য থাকছে একটি কুপন নাম্বার। থাকছে যত বেশি বই ক্রয় তত বেশি কুপন লাভের সুযোগ। বই উৎসব শেষে লটারির মাধ্যমে নির্বাচিত সৌভাগ্যবান ১০ পাঠক পাবেন ৫০ হাজার টাকার বই।
এই উৎসবে পাঠক ৩০% ছাড়ে ভাষাচিত্র প্রকাশিত নতুন-পুরাতন সকল ধরনের বই ক্রয় করতে পারবেন।
বই উৎসবে মেতে উঠুন,
পছন্দের প্রিয় বই জিতুন।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD