২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে শুরু হচ্ছে ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা ২০২২। মেলা চলবে ১৩ মার্চ ২০২২ পর্যন্ত। আজ কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এই তারিখ ঘোষণা করেছে। এ বছরের থিম কান্ট্রি বাংলাদেশ।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি বইমেলা আয়োজনের তারিখ নির্ধারিত ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বইমেলার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় সেই তারিখ বাতিল করা হয়। এই ঘোষণায় কলকাতাসহ বাংলা ভাষাভাষী বইপ্রেমী লেখক-পাঠক-প্রকাশকদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তবে, নতুন এই তারিখ ঘোষণায় অনেকের মধ্যেই আবার প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।
এদিকে এই ঘোষণায় বাংলাদেশের প্রকাশকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বছরের থিমকান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশের প্রায় ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই বইমেলায়। সঙ্গে থাকবে সরকারি-বেসরকারি আরও কয়েকটি প্রতিষ্ঠান।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD