—
অষ্টাদশ দিল্লি বইমেলা ও সাহিত্য উৎসব ২০১৯-এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের নয়টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো সন্দেশ, নবযুগ প্রকাশনী, ভাষাচিত্র, চারুলিপি প্রকাশন, জাতীয় সাহিত্য প্রকাশ, অ্যাডর্ন পাবলিকেশন, জয়তী প্রকাশনী ও জাগৃতি প্রকাশনী। এছাড়া সরকারি প্রতিষ্ঠান হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি।
আগামী ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০১৯ পর্যন্ত দিল্লির গোল মার্কেট প্রাঙ্গনণের গৃহ কল্যাণ কেন্দ্রে চলবে এই বইমেলা।
উল্লেখ্য, এবারের বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি থাকবেন দিল্লিস্থ বাংলাদেশ হাই-কমিশনের হাই কমিশনার।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD