মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৮তম নিউইয়র্ক বাংলা বইমেলা শুরু হচ্ছে আগামী ১৪ জুন ২০১৯। চারদিনব্যাপী এবারের বইমেলা শেষ হবে আগামী ১৭ জুন। অন্যান্য বছর তিনদিনের অনুষ্ঠানমালা থাকলেও এবার প্রথমবারের মতো চারদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বইমেলা।
এ বছর বইমেলা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউর পিএস ৬৯ মিলনায়তনে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান এ বছর অংশ নিচ্ছে নিউইয়র্ক বইমেলায়। বইমেলা উপলক্ষে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেক প্রকাশকের সঙ্গে বইমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন দুই দেশের লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবি ও অধ্যাপক।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD