—
অবনীল। জন্ম ঢাকায়। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ঠিক কীভাবে বইয়ের সঙ্গে সম্পর্ক হয়েছিল তা হলফ করে বলতে পারবো না। তবে পড়াশোনা শুরু অনেক আগে থেকেই।
প্রথম যে বইয়ের কথা মনে করতে পারি সেটি ‘মেমসাহেব’। ২০১১ সাল থেকে নিয়মিত বইপড়া শুরু। বিখ্যাত লেখকদের বাইরে কাউকে ভালো লাগলে সে ছিল জিমি তানহাব। আশ্চর্য প্রতিভা আছে তার। এখনও পর্যন্ত পড়া সেরা বই বলতে গেলে ফাল্গুনী মুখোপাধ্যায়ের ‘শাপমোচন’। গত তিন-চার বছরে কেউ মাধুরীর জায়গা নিতে পারেনি। যেদিন কেউ মাধুরীর জায়গা নিয়ে নিবে সেদিন সেটাকে সেরা বই মেনে নিব। বই নিয়ে প্রাপ্তি বলতে গেলে অনেক আছে। বুক রিভিউ বা বইয়ের সমালোচনা লিখতে শুরু করেছি দু-বছর হলো।
এরইমধ্যে লেখকমহলে নিজের একটা পরিচিতি তৈরি হয়েছে। বই নিয়ে আমার ভাবনা খুব সহজ। প্রচ্ছদ যাই হোক আর লেখক যেই হোক বইয়ের ভেতরটা হবে সবার জন্য আনন্দের। সমালোচনা সমাদৃত হবে। সব ধরনের বই ভালো লাগে। গল্প স্ট্রং হলেই পাঠক খুশি।
[ আপনি যদি বইপ্রেমী পাঠক হয়ে থাকেন, আপনার সম্পর্কে, আপনার বই পড়া সম্পর্কে, আপনার অভিজ্ঞতাসমৃদ্ধ পাঠক প্রোফাইল পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। আপনার প্রোফাইল প্রকাশিত হবে আমাদের অনলাইলে। এছাড়া বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD