পাঠক প্রোফাইল

স্বপ্ন দেখি একদিন বিশাল একটা ব্যক্তিগত লাইব্রেরি হবে আমার

রবিবার, ২৬ জুলাই ২০২০ | ১১:১০ অপরাহ্ণ | 988 বার

স্বপ্ন দেখি একদিন বিশাল একটা ব্যক্তিগত লাইব্রেরি হবে আমার

॥ মাসরুর মাহদী ॥

মাসরুর মাহদী।
১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার মধ্য বাড্ডায় এক ধার্মিক পরিবারে জন্ম। চার ভাইবোনের মধ্যে তৃতীয়।
শৈশব থেকেই মাদ্রাসার ছাত্র। স্কুলের বারান্দায় পা রাখার সুযোগ হয়নি। মাদ্রাসার গন্ডিতেই সপ্তম শ্রেণি পর্যন্ত কোনােমতে পড়েছি। বাংলা-ইংরেজির শিক্ষাজ্ঞান অতটুকুই!
দাওরায়ে হাদীস (মাস্টার্স) পাশ করিনি এখনও। উচ্চতর শিক্ষার জন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে আছে।

 

ছোটোকাল থেকেই বই পড়ার পরিবেশ পেয়েছি বাসায়। মা এবং বড়ো বোনরা পড়তেন। শুরুতে চাচা চৌধুরী-পিংকি, তারপর তিন গোয়েন্দা, জাফর ইকবাল এবং আরেকটু বড়াে হয়ে হুমায়ূন আহমেদ এবং অন্যান্য লেখকদের বই পড়া শুরু করি।
এই পড়া চলছেই।
শখ বলতে খেলাধুলা, বই পড়া, টুকটাক কবিতা লেখা, ফটোগ্রাফি, নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো আর গান শোনা। চা খাওয়া আর বই সংগ্রহ করা আমার নেশার মতো।
সব ধরনের বই পড়া হয়। উপন্যাস, কবিতা আর অনুবাদ পড়তে বেশি ভালো লাগে। প্রিয় লেখক যাইনুল আবেদীন, আতীক উল্লাহ আতীক,
হুমায়ূন আহমেদ, সাদাত হোসাইন এবং হেনরি রাইডার হ্যাগার্ড।
স্বপ্ন দেখি একদিন বিশাল একটা ব্যক্তিগত লাইব্রেরি হবে আমার। যেখানে সকল বিষয়ের কিছু বই অন্তত থাকবে। স্বপ্নসন্ধানে বইয়ের সংগ্রহ শুরু করেছি ক্ষুদ্র পরিসরে। আল্লাহর রহমতে এখন আমার ব্যক্তিগত বইয়ের সংখ্যা এক হাজারেরও বেশি।
আরেকটা স্বপ্ন আছে। লেখক হবার। নিজের ভাবনাগুলো পাঠকের কাছে পৌঁছে দেবার।
তবে এখনই নয়। পরিণত হবার পর।
লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাই না। অর্থাৎ জীবিকার জন্য লিখব না, লেখালেখিটা হবে আমার স্বপ্ন। নিজের লেখাকে মলাটবদ্ধ দেখতে পারাটা হবে বুকের মাঝে আজন্ম লালিত স্বপ্নগুলোর পূর্ণতা।

 


[ আপনি যদি বইপ্রেমী পাঠক হয়ে থাকেন, আপনার সম্পর্কে, আপনার বই পড়া সম্পর্কে, আপনার অভিজ্ঞতাসমৃদ্ধ পাঠক প্রোফাইল পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। আপনার প্রোফাইল প্রকাশিত হবে আমাদের অনলাইলে। এছাড়া  বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD