লন্ডনে শুরু হচ্ছে পাঁচ দিনের ভার্চুয়াল বইমেলা ও শিশুকিশোর উৎসব
—
বই হোক প্রাণের স্পন্দন এই শ্লোগান নিয়ে লন্ডনে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ভার্চুয়াল বইমেলা ও শিশু-কিশোর উৎসব। আগামী ১০ অক্টোবর ২০২০ শুরু হচ্ছে এই বইমেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত হচ্ছে এই লন্ডন বাংলা বইমেলা ২০২০ ও শিশু-কিশোর উৎসব।
বইমেলা ও উৎসবের আয়োজক সিইএন শীর্ষক একটি প্রতিষ্ঠান। আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, লন্ডন।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সমগ্র বিশ্বের শিশু-কিশোরদের মধ্যে ‘ক’ ও ‘খ’ দুইটি গ্রুপের মাধ্যমে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৫ থেকে ১৩ বছর ‘ক’ গ্রুপ এবং ১৪ থেকে ২০ বছরের শিশু-কিশোর ‘খ’ গ্রুপের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
‘ক’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’ এবং রচনা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। ‘খ’ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং রচনা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’।
৫ দিনের এই ভার্চুয়াল বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের প্রথমসারির বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD