এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা। রোববার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। কবে বইমেলা অনুষ্ঠিত হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্চ-এপ্রিলে বইমেলা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে এপ্রিল বা মে মাসে আয়োজন করা হতে পারে।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আজই (রোববার) আমাকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। পরের মাসেও বইমেলা হবে কি না সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা অপরেশ কুমার গণমাধ্যমকে বলেন, বইমেলার আয়োজন নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। মার্চ, এপ্রিল বা মে; কোন মাসে হবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যখনই মেলার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হবে সেটা গণমাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এর আগে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত ঠিক হয়েছে, চিরায়ত নিয়মে হবে মেলা। শেষ পর্যন্ত সেটাও যথাসময়ে হচ্ছে না।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD