‘আবার পড়া হোক’- শ্লোগানে ১০ টাকার বই

বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২:৪৪ অপরাহ্ণ | 272 বার

‘আবার পড়া হোক’- শ্লোগানে ১০ টাকার বই

‘বুক সেলফের ফাঁকা জায়গাগুলো সাজানো জরুরি হয়ে পড়েছিল। নামমাত্র মূল্যে সেই সুযোগ করে দিয়েছে ভাষাচিত্র প্রকাশনী’ এমন ক্যাপশন দিয়ে গোটা পঞ্চাশেক বইয়ের ছবি পোস্ট করেছে এক বইপ্রেমী।

 

আল শাহরিয়ার মাহী, ক্ষুদে পাঠক হলেও বইপ্রেমীদের মাঝে সে বইয়ের প্রশ্নে দুঁদে বলেই পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এতগুলো বইয়ের ছবি দেখে যোগাযোগ করা হয় তার সাথে। দেশের বই প্রতিনিধিকে মাহী জানায় ফেসবুকের মাধ্যমে সে জানতে পারে ভাষাচিত্র প্রকাশনীর স্টক ক্লিয়ারেন্স অফারে ৪০-৫০% ছাড়ের বিশেষ অফার চলছে। সেই সাথে ‘আবার পড়া হোক’ শ্লোগানে নির্বাচিত কিছু বই পাওয়া যাচ্ছে ১০ টাকায়। কিন্তু পাঠককে বই সংগ্রহ করতে হবে ভাষাচিত্র প্রকাশনীর বাংলা বাজার বিক্রয়কেন্দ্রে গিয়ে। তার অবস্থান ঢাকার বাইরে হওয়ায় ঢাকাস্থ একজন বইপ্রেমীর সহায়তায় ৫০০ টাকায় ৫০ টি বই সংগ্রহ করে সে। কুরিয়ারের মাধ্যমে বই পাওয়ার পর দারুণ উচ্ছ্বসিত মাহী।

 

তার মতে, ‘যেহেতু ১০ টাকায় বই পাওয়া যাচ্ছে তাই আমি ভেবেছিলাম হয়তো পুরনো বা ছেঁড়া ফাড়া বই হবে কিন্তু কুরিয়ারে বই পেয়ে আমি অবাক। অধিকাংশই কবিতার বই হলেও বেশ কিছু উপন্যাস ও ছোট গল্পের বই আছে এখানে। আমি জেনে বুঝেই বই নিয়েছি। আমার খুব আনন্দ লাগছে।’

 

ভাষাচিত্র প্রকাশনীর এক প্রতিনিধিকে এই ক্যাম্পেইন সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি জানান, ‘করোনায় ঘরবন্দি মানুষ। যারা বইপ্রেমী এবং স্বচ্ছল তারা অনলাইনেই বই সংগ্রহ করেছে এই সময়ে। কিন্তু বাংলাবাজারে গিয়ে কিছুটা বেশি ছাড়ে বই কেনে এমন পাঠকের সংখ্যাও প্রচুর। যারা অধিকাংশই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে তাই আমরাও চাচ্ছি সব পাঠক আবার বই পড়ার ও কেনার আনন্দ ফিরে পাক। স্বল্প মূল্যে দেখে-বেছে পাঠকের বই কেনার এই আনন্দকে আমরা উপভোগ করতে চাই বলে আয়োজনের শ্লোগান ‘আবার পড়া হোক’। এতে আমরা বেশ সাড়া পেয়েছি। অনেক পাঠক আসছে আমাদের বিক্রয়কেন্দ্রে। পাঠক বই ছুঁয়ে দেখছে ও কিনছে এই মুহূর্ত আনন্দের। এছাড়া যারা লাইব্রেরীর জন্য বই কিনতে চান এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ। ১০ টাকায় বই এমন সুযোগ আগে কেউ দিয়েছে বলে আমার মনে পড়ে না।’

এই অফার চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ।

 

ভাষাচিত্রের এই আয়োজনে উদ্বুদ্ধ হয়ে আরও কয়েকটি প্রকাশনী এমন উদ্যোগ নেবার পরিকল্পনা করছে। ইতোমধ্যে অন্বয় প্রকাশনীর প্রকাশক  হুমায়ূন কবীর ঢালী তাঁর ফেসবুক পেজে ১০টাকার বইয়ের ঘোষণা দিয়েছেন।

 


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD