রংপুর টাউন হল মাঠে চলছে রংপুর বিভাগীয় বইমেলা ২০২৪। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই বইমেলার উদ্বোধন হয় ১১ মে, শনিবার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, রংপুর, ইফতেখার আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসিবি, মো. আবুবকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার, রংপুর, অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, একুশে ও জাতীয় পদকপ্রাপ্ত, প্রতিষ্ঠাতা, উত্তরবঙ্গ মুক্তিযুদ্ধ জাদুঘর, কুড়িগ্রাম, একুশে পদকপ্রাপ্ত কবি মিনার মনসুর, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র, নেসার উদ্দীন আয়ূব, পরিচালক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
সরকারি-বেসরকারি ৫৩টি প্রকাশনা প্রতিষ্ঠান বইমেলায় অংশ নিয়েছে। উল্লেখযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অন্যপ্রকাশ, অনুপম প্রকাশনী, কাকলী প্রকাশনী, আগামী প্রকাশনী, সময় প্রকাশন, প্রথমা প্রকাশন, ভাষাচিত্র, নালন্দা, কথাপ্রকাশ, জনতা প্রকাশ, এশিয়া পাবলিকেশন্স, অন্বেষা প্রকাশন, ঝিঙেফুল, পাঞ্জেরি পাবলিকেশন্স লি. আলোঘর প্রকাশনী, দিব্যপ্রকাশ, কবি প্রকাশনী, বাঁধন পাবলিকেন্স ও প্রিয়মুখ প্রকাশনী।
সাতদিনব্যাপী রংপুর বিভাগীয় বইমেলা শেষ হবে আগামী ১৭ মে ২০২৪। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠকের জন্য খোলা থাকে বইমেলা চত্বর।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD