প্রকাশিত হয়েছে উলুখাগড়া, সংখ্যা ৩১ [এপ্রিল-জুন, ২০১৯]।
এতে শ্রদ্ধাঞ্জলি অংশে আছে মৃণাল সেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও আল মাহমুদকে নিয়ে নিবন্ধ; কবিতা লিখেছেন মাহমুদ কামাল, অনীক আন্দালিব, মুক্তি মণ্ডল, সামতান রহমান; পাবলো নেরুদার কবিতা অনুবাদ করেছেন কাজল কৃষ্ণ ব্যানার্জী; গল্প লিখেছেন কবীর রানা, রাশেদ রহমান, খোকন দাস ও হুসাইন হানিফ; প্রবন্ধ লিখেছেন বেগম আকতার কামাল ও আফজালুল বাসার; সুজান সনটাগের প্রবন্ধ অনুবাদ করেছেন মাহমুদুল হোসেন; অগ্রন্থিত অংশে আছে মাহমুদুল হকের নিবন্ধ; মেলা নিয়ে লিখেছেন আমিরুল ইসলাম ও সুমন কুমার দাশ।
এখন দোকানে পাওয়া যাচ্ছে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD