—
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির প্রতিষ্ঠানকালীন সদস্য, সাবেক সহ-সভাপতি এবং প্রকাশনা প্রতিষ্ঠান ‘সুবর্ণ’-এর স্বত্বাধিকারী আহমেদ মাহফুজুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত (অর্ধদিবস) সমিতির সকল সদস্য প্রতিষ্ঠানের দোকান বন্ধ রাখার জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সমিতির বর্তমান নির্বাহী পরিচালক মনিরুল হক স্বাক্ষরিত একটি পত্রে সমিতির সদস্যদের প্রতি এই অনুরোধ করা হয়।
উল্লেখ্য, গত ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশের বরেণ্য ও অগ্রজ এই প্রকাশক [ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন]।
একইদিন সন্ধ্যায় প্রয়াত প্রকাশকের সম্মানে সমিতির পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিলের [ভার্চুয়াল পদ্ধতিতে] আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণসভায় সমিতির সকল সদস্যকে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD