লেখক পরিচিতি

লেখক প্রোফাইল : হাসান তারেক চৌধুরী

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৪:৫৫ অপরাহ্ণ | 835 বার

লেখক প্রোফাইল : হাসান তারেক চৌধুরী

হাসান তারেক চৌধুরী (জন্ম ২৩ মে ১৯৭০), একাধারে দুইটি ভিন্ন ঘরানায় তার সফল পদচারণা- বিজ্ঞান ও প্যারাসাইকোলজি। উভয় ক্ষেত্রেই তার বইগুলো বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

 

তার প্রথম গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ একটি প্যারাসাইকোলজি গল্প-সংকলন। বইটি ২০১৮ সালের অমর একুশে বইমেলায় ভাষাচিত্র প্রকাশনার সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় স্থান করে নেয়। প্যারাসাইকোলজি উপন্যাস ‘যুগল মানব’ প্রকাশিত হয় ২০১৯ সালে, যা ভাষাচিত্র প্রকাশিত সেরা উপন্যাসের তালিকায় স্থান করে নিয়েছে। ২০২০ সালে প্রকাশিত তার বিজ্ঞান বিষয়ক বই ‘সময় : বিজ্ঞান ও অনুভবে’ ইতোমধ্যেই পাঠকপ্রিয়তা পেয়েছে। বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে গল্পে গল্পে এবং সহজবোধ্যভাবে উপস্থাপন করার ক্ষেত্রে তার রয়েছে এক বিরল দক্ষতা।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন এবং বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত। লেখালেখির পাশাপাশি তিনি একজন ফটোগ্রাফার ও ভ্রমণপ্রিয় মানুষ।

 

প্রকাশিত বইয়ের তালিকা :

ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি [২০২১] বিজ্ঞানবিষয়ক
প্রত্যাবর্তন [২০২১] অতিপ্রাকৃত উপন্যাস
সময় : বিজ্ঞান ও অনুভবে [২০২০] বিজ্ঞানবিষয়ক
যুগল মানব [২০১৯] প্যারাসাইকোলজি উপন্যাস
একটি তারা হাজার চাঁদের রাত [২০১৯] কবিতা সংকলন
দ্বিখণ্ডিত [২০১৮] প্যারাসাইকোলজি গল্প সংকলন

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD