যাদুকাটা নদীর কাগজ ‘ফড়িং’

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ৩:৫১ অপরাহ্ণ | 565 বার

যাদুকাটা নদীর কাগজ ‘ফড়িং’

প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ভাঁজপত্র ❛ফড়িং❜। তরুণ কবি রোদ্দুর রিফাত ও জুনায়েদ আহনাফ সম্পাদিত ভাঁজপত্রটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী তীরবর্তী গ্রাম ঘাগটিয়া থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

সম্পাদক রোদ্দুর রিফাত বলেন, ‘আসলে আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাই এলাকায় এতোটা সাহিত্য চর্চা হয় না— বা সাহিত্য পত্রিকা নেই বললেই চলে। তাই আমরা চাই আমাদের এলাকায় সাহিত্যের বিস্তার ঘটুক। একটা ছোট ভাঁজপত্রের মাধ্যমে মানুষ সাহিত্যকে পড়ুক— জানুক। আমরা আমাদের এলাকায় পাঠক বৃদ্ধি করতে চাই। সাহিত্যের কথা ছড়িয়ে দিতে চাই। আমরা চাই আমাদের এলাকায় আলোকিত মানুষ গড়ে উঠুক’।

ফড়িংয়ের নতুন সংখ্যায় স্থান পেয়েছে মুক্তগদ্য ও অণুকবিতা। নতুন সংখ্যায় লিখেছেন চাণক্য বাড়ৈ, জাহিদ খান, সরফরাজ হাদি, যুবাইর ইসহাক, লাবীব শাহেল, মাজিদুল হক, অমিও হাসান, শিহাব সায়েম, আরদিয়া ইসলাম তিন্নি, জুনায়েদ আহনাফ ও রোদ্দুর রিফাত।


  • দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD