বাউণ্ডুলে প্রকাশনীর নতুন বই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ১:২৫ অপরাহ্ণ | 754 বার

বাউণ্ডুলে প্রকাশনীর নতুন বই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

প্রকাশনা সংস্থা বাউণ্ডুলে-এর নতুন বই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল (শুক্রবার) রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে প্রকাশনার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

ফিতা কেটে বাউণ্ডুলে-এর নতুন বই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন খ্যাতিমান কবি টোকন ঠাকুর ও কথাসাহিত্যিক নাহিদা আশরাফী। এসময় কবি শাহীন মোমতাজ, সানাউল্লাহ সাগর, মীর রবি সহ আরো অনেক কবি, লেখক ও পাঠক উপস্থিতি ছিলেন।

প্রকাশনা সংস্থাটির প্রকাশক অনিন্দ্য দ্বীপ দেশের বইকে বলেন, ‘প্রকাশ থেকেই প্রকাশনা। একজন লেখকের প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বই প্রকাশ। এই প্রকাশে নানা প্রতিবদ্ধকতা চলমান। সেইসব প্রতিবদ্ধকতা মাথায় রেখেই প্রকাশনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করব এই প্রক্রিয়ার ভেতরে থেকেই যতটা সম্ভব পরিবর্তনের।’

তিনি আরো বলেন, ‘‘বাউণ্ডুলে’ তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী। তারুণ্যের আড্ডাঘর হবে ‘বাউণ্ডুলে’। আমাদের এখানে পাঠক ও লেখক উভয়ের চিন্তার জায়গায় বই বলতে হার্ডকভার বই। আমরা এই চিন্তা থেকে বের হতে চাই। বইয়ের বাঁধাই নয়, লেখাকে বিবেচনা করতে চাই। আমদের অধিকাংশ পেপারব্যাগ বই। আমরা লেখকবে উদ্বুদ্ধ করি পেপারব্যাগ বইয়ের জন্য। সুবিধাটা হচ্ছে বইটা বহন করা যেমন সহজ, তেমনি আমাদের খরচটা কমে যায়, পাঠকও বইটা কম দামে কিনতে পারেন।’


দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD