সিনিয়র সাংবাদিক ও কবি আহমদ আখতার আর নেই। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য আহমদ আখতার বেশকিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি আহমদ আখতার হিসেবে পরিচিত ছিলেন। কালজয়ী কবি ফররুখ আহমদের ছেলে তিনি। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে পূর্ব রামপুরায় নিজের বাসায় শ্বাসকষ্টসহ অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে কবি-সাংবাদিক আহমদ আখতার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি গণস্বাস্থ্য হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বাসায় নেয়া হয়। বেশকিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর জুরাইন কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, কবি ফররুখ আহমদের ছেলেমেয়ে ১১ জন। তারা হলেন- সৈয়দা শামারুখ বানু, সৈয়দা লালারুখ বানু, সৈয়দ আবদুল্লাহেল মাহমুদ, সৈয়দ আবদুল্লাহেল মাসুদ, সৈয়দ মনজুরে এলাহি, সৈয়দা ইয়াসমিন বানু, সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান (আহমদ আখতার), সৈয়দ মুহম্মদ ওয়হিদুজ্জামান, সৈয়দ মুখলিসুর রহমান, সৈয়দ খলিলুর রহমান ও সৈয়দ মুহম্মদ আবদুহু।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD