তরুণ লেখক পিওনা আফরোজ-এর নতুন বই আসছে। ‘নিহত জোৎস্না’ নামের নতুন এই বইটি প্রকাশ করছে চন্দ্রভুক প্রকাশনা। নতুন বই প্রকাশ উপলক্ষে পাঠকের উদ্দেশ্যে লেখক তার ফেসবুকে প্রোফাইলে জানান, ‘জীবন জুড়ে গল্পের ছায়া। গল্পের মাঝেই বাস। গল্প থাকুক হৃদয়জুড়ে। সেই প্রত্যাশায় কিছু গল্পকে একসাথে মলাটবদ্ধ করেছি।’
উল্লেখ্য, এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ এবং প্রথম গল্প সংকলন। আজ থেকে দেশের বিভিন্ন অনলাইন বুক শপে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
—
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD