হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | ৮:০০ অপরাহ্ণ | 504 বার

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন

২০১৫ সালে প্রবর্তিত হয় এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার। ঘোষণা করা হয়েছে ২০২১-এর পুরস্কৃতদের নাম। পুরস্কার পাচ্ছেন প্রবীণ কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নবীন কথাসাহিত্যিক ফাতেমা আবেদীন (অনূর্ধ্ব ৪০)। এ বছর সেলিনা হোসেন সামগ্রিক সাহিত্যকর্মের জন্য এবং ফাতেমা আবেদীন ‘মৃত অ্যালবাট্রস চোখ’ বইটির জন্য পুরস্কার পাচ্ছেন ।

 

আগামী ১২ নভেম্বর শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি দেওয়া হবে। সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকাসহ উত্তরীয়, ক্রেস্ট ও সনদপত্র।
এক্সিম ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক ‘অন্যদিন’-এর উদ্যোগে সপ্তমবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এবং দেশের নবীন-প্রবীণ কথাশিল্পীদের শিল্প সৃষ্টিতে প্রেরণা যোগাতে প্রবর্তিত হয় পুরস্কারটি।

 

২০১৫ সালে শওকত আলী ও সাদিয়া মাহজাবীর ইমাম, ২০১৬ সালে হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান, ২০১৭ সালে জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফফর হোসেন, ২৯১৮ সালে রিজিয়া রহমান ও ফাতিমা রুমি, ২০১৯ সালে রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন, ২০২০ সালে হাসনাত আবুল হাই ও নাহিদা নাহিদ এ পুরস্কার লাভ করেন।

 


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ-ফিচার-তথ্যমূলক লেখা প্রকাশের জন্য সংশ্লিষ্ট ছবিসহ আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD